তাহের

সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জামায়াত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০২:৪৭ পিএম
সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জামায়াত
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের/ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জামায়াত একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী মূলত সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, অতীতে শহীদ আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ আজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। অথচ জোট সরকারের আমলে তাদের পরিচালনাধীন মন্ত্রণালয়গুলো দুর্নীতিমুক্ত ছিল বলে ফ্যাসিবাদের সময়ও সেটা ঘোষণা দিতে বাধ্য হয়েছেন।

শুক্রবার (৩০ মে) চট্টগ্রামের বাকলিয়ায় একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি আরও বলেন, ১৯৭১ সালে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতা পরবর্তী শেখ মুজিব বাকশাল কায়েম করে পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। এভাবে জাতির ওপর একের পর দেশবিরোধী শাসক দেশকে অতল গহ্বরে নিয়ে যায়। সর্বশেষ ফ্যাসিস্ট নেত্রীর সাথে দেশের সম্পদ লুট করে ৩০০ আসনের এমপিও পলাতক রয়েছে। এমনকি উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যানরাও পলায়ন করেছেন। ইতিহাসে এরকম ঘটনা সম্ভবত কোথাও ঘটেনি।

তিনি বলেন, এখন জনগণ জামায়াতের দিকে আস্থা বিশ্বাস নিয়ে তাকিয়ে আছে। সেই বিশ্বাসের জায়গা থেকে আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে। আশা করি দেশ নৈতিকভাবে পরিচালিত হলে বিশ্বের বুকে বাংলাদেশ উজ্জ্বল হয়ে উদ্ভাসিত হবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম। এতে দারসুল কোরআন পেশ করেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম-১৬ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা ও আরিফুর রশীদসহ উপজেলা ও থানা নেতৃবৃন্দ।

আরএস