আসাদুজ্জামান পলাশ

তারেক রহমান-ড. ইউনূসের বৈঠকে স্বস্তিতে দেশের মানুষ

জাহিদ হাসান, মাদারীপুর প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০৮:২৭ পিএম
তারেক রহমান-ড. ইউনূসের বৈঠকে স্বস্তিতে দেশের মানুষ

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বৈঠকের ফলে দেশের রাজনৈতিক অস্থিরতা প্রশমিত হয়েছে এবং জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ।

শনিবার দুপুরে মাদারীপুরের ঝাউদী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা যুবদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পলাশ বলেন, “১৩ জুনের আগে সারাদেশে আন্দোলন-সংগ্রাম ছড়িয়ে পড়ছিল। এই প্রেক্ষাপটে লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের মধ্যে বৈঠক হয়। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একমত হয়ে একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে—এ সিদ্ধান্তে দেশে শান্তির বার্তা পৌঁছেছে। অতীতেও বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়েছে, আগামীতেও জনগণের রায় বিএনপির পক্ষেই যাবে বলে আমি আশাবাদী।”

এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবিএম মাহামুদ আলম সরদার, জেলা কৃষকদলের আহ্বায়ক অলিউর রহমান দর্জি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বিএম আরিফুর রহমান দুলাল প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইএইচ