এটিএম আজহারুল ইসলাম

ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে এসেছি

রংপুর ব্যুরো প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৬:৪৭ পিএম
ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে এসেছি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “রংপুরের কেউ বলতে পারবে না যে আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু আমাকে জোর করে অপরাধী বানানো হয়েছিল। সাক্ষ্যদাতারাও পরে স্বীকার করেছেন যে, তাদের জোর-জুলুম করে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল। আমার কারও প্রতি কোনো ক্ষোভ নেই, দুঃখও নেই।”

শুক্রবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর মহানগর ও জেলা জামায়াত এ জনসভার আয়োজন করে।

তিনি বলেন, “আমি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কখনও কল্পনাও করিনি জনতার মঞ্চে ফিরতে পারবো। আল্লাহর রহমতে আজ লক্ষ জনতার ভালোবাসায় আমি ফিরেছি। যাদের সাক্ষ্যে আমাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, আজ তারাই বলছেন—তাদের দিয়ে জোর করে সাক্ষ্য দেওয়া হয়েছিল। যে গলায় রশি ঝোলানোর কথা ছিল, সেই গলায় আজ ফুলের মালা পড়েছে—এটা আল্লাহর মেহেরবানি।”

আবু সাঈদের প্রসঙ্গ তুলে এটিএম আজহারুল ইসলাম বলেন, “আমার মুক্তির প্রথম সোপান ছিল আবু সাঈদের রক্ত। তার শাহাদাতের মাধ্যমে যে গণজাগরণ শুরু হয়, তার চূড়ান্ত পরিণতি ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। সেদিন গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তন না হলে আজ আপনারা আমার জানাজা পড়তেন। আবু সাঈদ আমার মুক্তির পথ তৈরি করে দিয়েছে। আমি তার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।”

প্রায় ১৭ বছর পর রংপুরে জামায়াতের এই জনসভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় সভা শুরুর কথা থাকলেও জুমার নামাজের পর থেকেই জনসভা শুরু হয়। রংপুর জিলা স্কুল মাঠে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। মাঠ উপচে লোকজন আশপাশের সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে।

সভা থেকে আগামী জাতীয় নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় তুলে ধরা হয়।

ইএইচ