সারজিস আলম

সবাই গোপালগঞ্জে ছুটে আসুন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৪:১৭ পিএম
সবাই গোপালগঞ্জে ছুটে আসুন

গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ অবস্থায় সবাইকে গোপালগঞ্জে যাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার এনসিপির গোপালগঞ্জের সমাবেশে হামলার ঘটনা ঘটে। 

পরে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে গাড়িবহরে আবারও হামলা হয়। এ সময় সরাজিস এক ফেসবুক পোস্টে এ আহ্বান জানান।

পোস্টে তিনি লেখেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের ওপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না।

তিনি আরও লেখেন, সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র-জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।

ইএইচ