সারাদেশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে: আবু হানিফ

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৭:২৫ পিএম
সারাদেশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে: আবু হানিফ

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গণহত্যার বিচার, দায়ীদের শাস্তি, রাজনীতি থেকে ফ্যাসিস্টদের নিষিদ্ধকরণ এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে কিশোরগঞ্জে গণপদযাত্রা করেছে গণঅধিকার পরিষদ জেলা শাখা।

বুধবার বেলা সাড়ে ১২টায় শহরের পুরানথানা এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “আজ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার পেছনে নিষিদ্ধ সংগঠনগুলোর হাত রয়েছে বলে আমরা মনে করি। এসব ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও নিন্দা জানাই। পুলিশের উপস্থিতিতে এমন হামলা মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ এতদিন রাষ্ট্রক্ষমতার সুযোগে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করেছে। কিন্তু এবার জনগণের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে আমরা দেশে একটি গণভিত্তিক ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে নেমেছি।”

আবু হানিফ ২০২৪ সালের ১৬ জুলাই রংপুর ও চট্টগ্রামে আন্দোলনকারী নিহতদের স্মরণ করে বলেন, “ওইদিন আবু সাঈদ ও ওয়াসিমরা পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিল। তাঁদের আত্মত্যাগের মাধ্যমেই আন্দোলন বেগবান হয়, যার পরিণতিতে এক বছর আগের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থান সূচিত হয়েছিল। তবে এখনো সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি।”

তিনি অভিযোগ করেন, “গণহত্যায় জড়িত অনেক আসামি এখনও আইনের আওতার বাইরে। প্রশাসনের নীরবতাও প্রশ্নবিদ্ধ। সংস্কারের দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনগণের হতাশা বাড়ছে।”

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল বলেন, “এক বছরেও গণহত্যার কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এর দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের বিচারের মুখোমুখি না করে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না।”

সমাবেশ সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি শফিকুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক অভি চৌধুরী, সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, মাসুদুল ইসলাম সোহেল, আলহাজ শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ কাজল, ইমরান হাসান, অর্থ সম্পাদক আশিকুর রহমান মাহফুজ, সহ-আইন সম্পাদক ফজল মোল্লা, যুব অধিকার পরিষদের জেলা সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, যুগ্ম সম্পাদক ফয়সাল এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক প্রমুখ।

ইএইচ