জামায়াতের সমাবেশ ঘিরে নিয়োজিত ৬ হাজার স্বেচ্ছাসেবক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১১:৪৩ এএম
জামায়াতের সমাবেশ ঘিরে নিয়োজিত ৬ হাজার স্বেচ্ছাসেবক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশ ঘিরে নেতাকর্মীদের সার্বিক সহযোগিতার জন্য দলের ৬০০০ এর বেশি স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে এবং রাজধানী বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন।

বিশেষ করে সমাবেশস্থলের প্রবেশ পথগুলোতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা এবং নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা দিচ্ছেন এসব স্বেচ্ছাসেবকরা।

এদিকে সমাবেশে আগতদের জন্য বেশ কিছু মেডিকেল টিম, খাবার পানি সরবরাহসহ নানা ধরনের টিম কাজ করছে।

বিআরইউ