হৃদরোগে আক্রান্ত জামায়াত আমিরকে সার্জারির পরামর্শ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৯:২৩ পিএম
হৃদরোগে আক্রান্ত জামায়াত আমিরকে সার্জারির পরামর্শ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়েছে। 

ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার এনজিওগ্রাম করা হলে এই সমস্যা ধরা পড়ে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার হার্টের তিনটি গুরুত্বপূর্ণ রক্তনালিতে ব্লক রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে। তবে বিকল্প হিসেবে স্টেন্টিং (রিং পরানো) ব্যবস্থাও বিবেচনায় রাখা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম বলেন, মেডিকেল বোর্ড তাকে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন এবং দেশেই সার্জারি করানোর আগ্রহ প্রকাশ করেছেন।

এর আগে গত ১৯ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি ফলোআপ চিকিৎসাধীন ছিলেন। এনজিওগ্রামসহ বিভিন্ন পরীক্ষায় তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে।

এদিকে, তার সুস্থতা কামনায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং বিভিন্ন সভা-সমাবেশেও অংশ নিচ্ছেন।

তবে ইবনেসিনা হাসপাতালের সিজিএম জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, “বাইপাস সার্জারির পরামর্শ দেওয়া হয়েছে এমন তথ্য আমার জানা নেই। গতকালও তিনি একটি সভায় অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন।”

ইএইচ