৮৩ রানের দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ১১:৩৮ পিএম
৮৩ রানের দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর টি-টোয়েন্টি সিরিজেও প্রথম ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়েছিল বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করে ৮৩ রানের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ, ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরেছে।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে মাত্র ১৫.২ ওভারে ৯৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

লিটন-শামীমের জোড়া ঝলক

ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাস জুটি বাংলাদেশকে পথ দেখান। হৃদয় ২৫ বলে ৩১ রান করে ফিরে গেলেও অধিনায়ক লিটন দাস তুলে নেন দুর্দান্ত এক ফিফটি। ১ চার ও ৩ ছক্কায় ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি।

তার সঙ্গে শামীম হোসেন পাটোয়ারীও দারুণ অবদান রাখেন। ফিফটি থেকে মাত্র ২ রান দূরে থাকলেও দলের প্রয়োজনে স্ট্রাইক দিতে গিয়ে রান আউট হন শামীম। ২৭ বলে করেন মূল্যবান ৪৮ রান।

শেষদিকে সাইফউদ্দিনের ২ বলে অপরাজিত ৬ রানে ১৭৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

আগুনে বোলিংয়ে গুঁড়িয়ে গেল লঙ্কানরা

১৭৮ রানের টার্গেট তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসকে (৮) রান আউট করেন শামীম, প্যারেরা ও অভিষ্কা ফার্নান্দোকে দ্রুত বিদায় করেন শরিফুল।

পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। এরপর একপ্রান্ত আগলে রেখে লড়তে থাকা ওপেনার পাথুম নিশাঙ্কাকে (৩০) তুলে নেন রিশাদ হোসেন। একই ওভারে ফেরান করুণারত্নেকেও।

মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিনের কাঁধে ভর করে বাকি উইকেটগুলো দ্রুত তুলে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯৪ রানেই থেমে যায় লঙ্কানদের ইনিংস।

বোলিং পরিসংখ্যান

বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ৩ উইকেট শিকার করেন। শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন ২টি করে উইকেট। মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান পান একটি করে উইকেট।

নির্ধারক ম্যাচ ১৬ জুলাই

এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরাল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ১৬ জুলাই, যা সিরিজ নির্ধারণ করবে।

ইএইচ