নারী কোপা আমেরিকার রুদ্ধশ্বাস ফাইনালে অতিরিক্ত সময়সহ ৪-৪ গোলের নাটকীয় ড্রয়ের পর টাইব্রেকারে কলম্বিয়াকে ৫-৪ গোলে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ব্রাজিল নারী দল।
রেকর্ডধারী সেলেসাওরা এভাবেই আবারো শিরোপা জয় নিশ্চিত করল।
শনিবার মধ্যরাতে ইকুয়েডরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও কলম্বিয়া। ম্যাচের নির্ধারিত সময়ে তিনবার এগিয়ে গিয়েও কলম্বিয়া লিড ধরে রাখতে পারেনি।
পাল্টাপাল্টি আক্রমণে ব্রাজিল আবারো ফিরে আসে। অতিরিক্ত সময়েও দুই দল গোল করতে সক্ষম হয়, যার ফলে ম্যাচ ৪-৪ সমতায় শেষ হয়।
টাইব্রেকারে আবারও কলম্বিয়ার স্বপ্ন ভেঙে যায়। পুরুষ দলের পর এবার নারী দলকেও ফাইনালে হার মানতে হলো ব্রাজিলের কাছে।
৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন মার্তা ভিয়েরা। একটি করে গোল করেন অ্যাঞ্জেলিনা ও আমান্দা। কলম্বিয়ার পক্ষে গোল করেন লিন্ডা কাইসেদো, মাইরা রামিরেজ ও লেইসি সান্তোস। এছাড়া ব্রাজিলের ডিফেন্ডার টার্সিয়ানের আত্মঘাতী গোলও কলম্বিয়ার স্কোরে যোগ হয়।
পরিসংখ্যানে স্পষ্টভাবে এগিয়ে ছিল ব্রাজিল। বল দখলে তাদের নিয়ন্ত্রণ ছিল ৬০ শতাংশেরও বেশি, ২১ শটের মধ্যে ৯টি লক্ষ্যে আঘাত হানে। বিপরীতে কলম্বিয়ার ১৪ শটের ৬টি ছিল অন টার্গেট।
ইএইচ