“মাদক ছাড়ি, বল ধরি – স্বপ্ন দেখে মাঠ ভরি” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বেরীবাইদ ইউনিয়নের মাগন্তীনগর প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মাগন্তীনগর স্পোর্টস একাডেমীর আয়োজনে শনিবার বিকেলে মাগন্তীনগর শান্তিরানী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় টাঙ্গাইল টাইটানস ও ময়মনসিংহ ভাইপারস একাদশ।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আসাদুল ইসলাম আজাদ।
সভাপতিত্ব করেন বেরীবাইদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মি. রুবেল রিসিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, বেরীবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন চিসিম, উপজেলা মৎস্য বিষয়ক সম্পাদক নুরে আলম মেম্বার এবং মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজ মেম্বারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
খেলা শুরু হতেই মাঠ দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে। ম্যাচের প্রথমার্ধে ময়মনসিংহ ভাইপারস একাদশ তিনটি গোল করে লিড নেয়। শেষ মুহূর্তে টাঙ্গাইল টাইটানস একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ময়মনসিংহ ভাইপারস ৩-১ গোলে জয়লাভ করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আসাদুল ইসলাম আজাদের বড় ভাই মো. আশরাফুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠান সঞ্চালনা ও ক্রীড়া ভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবুবক্কর সিদ্দিক।
ইএইচ