বাংলাদেশ নৌ-বাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর ম্যাচ দিয়ে পর্দা নামল ১৭তম প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগের।
লিগের শেষ ম্যাচে গতকাল সন্ধায় জাতীয় কাবাডি স্টেডিয়ামে বাংলাদেশ বিমান বাহিনীর মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নৌ-বাহিনী। ম্যাচে বিমান বাহিনীর বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশ নৌ-বাহিনী।
এই জয়ে প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নৌ-বাহিনী। দুই পয়েন্ট কম নিয়ে লিগে রানার্সআপ হয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ পুলিশ। শেষ ম্যাচে পরাজিত বিমান বাহিনী লিগে চতুর্থ স্থান অর্জন করেছে।
খেলা শেষে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।
এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআইজি হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ভাসাবি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর শুরু হয় এই টুর্নামেন্ট। বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া ১৪টি দল তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়।
এর আগে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ভাসাবি ফ্যাশন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ১৫ সেপ্টেম্বর শুরু হয় ১৭তম প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগ-২০২২।