জানুয়ারি ১৩, ২০১৭, ০৬:০১ এএম
গেলো বছরটায় প্রেমের কবিতার দিকে মনোযোগী ছিলেন অভিনেতা নির্মাতা নরেশ ভূঁইয়া। আগামী একুশের বইমেলায় প্রথমবারের মতো তার রচিত প্রেমের কবিতার বই প্রকাশিত হতে যাচ্ছে। কবি বইটির শিরোনাম দিয়েছেন ‘নীতা তোমার জন্য’। নীতা মূলত নারীর প্রতীক বোঝায়। নরেশ ভূঁইয়া বলেন, ‘এর আগেতো দুটি উপন্যাস লিখেছি। এবার প্রেমের কবিতা নিয়ে পাঠকের কাছে হাজির হচ্ছি। বইটিতে চল্লিশটির মতো কবিতা আছে। আশা করি কবিতাপ্রেমী পাঠক’সহ সবারই ভালো লাগবে আমার নীতা তোমার জন্য বইটি।’ ১৯৮১ সালে মুসা আহমেদ প্রযোজিত বিটিভিতে প্রচারিত দ্বিতীয় দীর্ঘ ধারাবাহিক নাটক ‘মাটির কোলে’তে আন্দু ভাই চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় আসেন নরেশ।