বিএসএমএম’র নতুন নেতৃত্বে জাফরুল্লাহ চৌধুরী ও আব্দুল্লাহ ইউসুফ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২৫, ১১:৪৬ এএম

বাংলাদেশ সোসাইটি অব মেডিকেল মাইক্রোবায়োলজিস্টসের (বিএসএমএম) নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো. আব্দুল্লাহ ইউসুফ।

রাজধানীর একটি রেস্টুরেন্টে শনিবার (৩ মে) এক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব বুঝে নেন।

এর আগে গত ১৯ এপ্রিল কুর্মিটোলা গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হয় বিএসএমএম-এর ৯ম জাতীয় সম্মেলন ও ৮ম বার্ষিক সাধারণ সভা। সারাদেশ থেকে প্রায় ৪০০ জন মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট এ সম্মেলনে অংশ নেন। বৈজ্ঞানিক অধিবেশনে উপস্থাপন করা হয় একাধিক গবেষণাপত্র। একই দিনে গঠিত হয় ২০২৫-২৭ মেয়াদের নতুন কমিটি।

বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. সারোয়ার বারী এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. জাফরুল্লাহ চৌধুরী ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং বিএমডিসির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ ইউসুফ বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক।

নতুন কমিটি সরকারি চাকরিতে কর্মরত মাইক্রোবায়োলজিস্টদের পদোন্নতি, গবেষণা সহযোগিতা, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলা ও আইপিসি উদ্যোগে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছে। পাশাপাশি সারা দেশে বৈজ্ঞানিক সেমিনার, প্রশিক্ষণ, ওয়ার্কশপ এবং অনলাইন সিএমই প্রোগ্রামের মাধ্যমে সদস্যদের পেশাগত উন্নয়নে কাজ করার পরিকল্পনাও নেয়া হয়েছে।

বিআরইউ