রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৪:২৩ পিএম

ঢাকা রেলওয়ে পুলিশের একটি বিশেষ টিম গত ৩ মে বিকালে বিমানবন্দর স্টেশন থেকে কমলাপুর স্টেশনে আসার পথে এগারসিন্দুর গোধূলি ট্রেনে ছিনতাইয়ের ঘটনায় অভিযান পরিচালনা করে।

ছিনতাইকারীরা ওই ট্রেনের কয়েকজন যাত্রীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

সংবাদ পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করে রেলওয়ে পুলিশ এবং ঘটনার সঙ্গে জড়িত দুর্ধর্ষ ছিনতাইকারী ইয়াসিনকে (৩৪) গভীর রাতে গ্রেপ্তার করে।

পরে ইয়াসিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার তিন সহযোগী—মো. হৃদয় (২০), মো. হৃদয় (২৫) ও মো. ফাহিমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাইকৃত দুটি মোবাইল ফোন এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ