গোলাম মাওলা রনিকে ‘মিথ্যা ও বিভ্রান্তির প্রধান উৎস’ বললেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৩:০০ পিএম

সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনিকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের প্রধান উৎস’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন।”

ফেসবুক পোস্টে শফিকুল আলম অভিযোগ করেন, সম্প্রতি সময় টিভির একটি টকশোতে গোলাম মাওলা রনি দাবি করেন—স্বৈরাচারবিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদ নূর হোসেন নাকি জনতার হাতে নিহত হয়েছিলেন। অথচ ইতিহাস বলে, ১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীর গুলিতেই প্রাণ হারান নূর হোসেন। “রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন?”—প্রশ্ন রাখেন তিনি।

শফিকুল আলম আরও বলেন, “দুঃখজনক বিষয় হলো, সময় টিভির সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদ করেননি। যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন, তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন।”

তিনি পোস্টে উল্লেখ করেন, ইতিহাস বিকৃতি শুধু একটি রাজনৈতিক মতবাদকে সুবিধা দেওয়া নয়, বরং একটি জাতির স্মৃতি ও সংগ্রামের সাথে বিশ্বাসঘাতকতা।

ইএইচ