বাহুবলের ১৬০ টাকা দামে সয়াবিন তেল বিক্রি

বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি প্রকাশিত: মে ১৪, ২০২২, ০৬:৩৯ পিএম

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের মাধ্যমে ন্যায্য মূল্যে প্রায় শতাধিক লোকজনের মাঝে ১৬০ টাকা দামে সয়াবিন তেল বিক্রি করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মিরপুর বাজারের ধুলিয়াখাল রোড মেসার্স শহিদ স্টোরে এ ভিটামিন সয়াবিন তেল বিক্রি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা দেবান্দ সিংহা,আজিজুর রহমান আজিজ, র‍্যাব ৯ এর এস আই নুরুল হক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা দেবান্দ সিংহা জানান, এখানে ৫০ কাটন তেল রয়েছে। এ তেল প্রায় শতাধিক লোকজনের মাঝে বিক্রি করা হবে।