ভেদরগঞ্জে নিউ পপুলার ডায়াগনস্টিকসহ ২ প্রতিষ্ঠানকে জরিমান

ভেদরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৯:৪০ পিএম

ভোক্তা-অধিকার বিরোধী কাজের সম্পৃক্ততা পাওয়ায় শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় এক ডায়াগনস্টিক সেন্টার সহ ২ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা শাখা।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলার ভেদরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে স্বাস্থ্য পরীক্ষায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য নেয়ায় মেসার্স নিউ পপুলার ডায়াগনস্টিক কমপ্লেক্সকে ৩৫ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। এছাড়া পন্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়- বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পন্য বিক্রয়সহ ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অনিয়মের কারণে মেসার্স ঢালি এন্টারপ্রাইজকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা মো. ইউসুফ হোসেন ও শরীয়তপুর জেলা পুলিশের একটি দল।

কেএস