মাদারীপুরের শিবচর উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের সহযোগিতায় উপজেলা চত্বরে সাত দিনব্যাপী কৃষি মেলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, “বর্তমানে বৃক্ষরোপণ অভিযান চলছে, যা কৃষি মন্ত্রণালয় ও বন বিভাগের উদ্যোগে সংগঠিত। বর্ষাকাল রাস্তাঘাটে বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। দেশের দেশীয় ফলের জাতগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তাই সরকারের লক্ষ্য দেশীয় ফল সংরক্ষণ ও সম্প্রসারণ করা।”
তিনি আরও জানান, “এই মেলার মূল উদ্দেশ্য হলো দেশীয় ফলদ জাত, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও প্রচার-প্রসার করা। সরকারের একটি লক্ষ্য হলো প্রত্যেক বাড়িতে অন্তত একটি করে ফলদ, বনজ বা ঔষধি গাছ রোপণ করা। প্রথমে এই মেলার জন্য উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের অনুমোদন পেয়েছি। যদি আইন-শৃঙ্খলা স্বাভাবিক থাকে, তাহলে মেলা পরবর্তীতে আরও কিছুদিন বৃদ্ধি করার চেষ্টা করব।”
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সবাইকে মেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।
ইএইচ