চুয়াডাঙ্গায় ইম্প্যাক্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০৯:১৭ পিএম

চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জে নবনির্মিত ১০তলা ভবনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ইম্প্যাক্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা কার্যক্রম।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল থেকে ডায়াগনস্টিক সেন্টারটির কার্যক্রম শুরু হয়।

চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জে ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ইম্প্যাক্ট মাসুদুল হক হাসপাতাল দীর্ঘ ২৮ বছর পূর্বে গড়ে ওঠে। সেই থেকে এ অঞ্চলের মানুষের জন্য চক্ষু চিকিৎসা, পায়ের চিকিৎসা, ফিজিওথেরাপী ও বিভিন্ন ধরণের চিকিৎসা সেবা দিয়ে আসছে। মানুষের চিকিৎসা সুবিধা সম্প্রসারণ ও সর্বাধুনিক চিকিৎসা প্রদানের জন্য ইম্প্যাক্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হলো। এখানে এ অঞ্চলের মানুষ আরো উন্নত চিকিৎসা সুবিধা পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ডায়াগনস্টিকটির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমপ্যাক্ট ফাউন্ডেশনের ট্রাস্টি ইনাম আহমেদ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন)। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, সিভিল সার্জন ডাঃ মো. সাজ্জাৎ হাসানসহ আরও অনেকে।

এবি