‘আন্তরিকতার অভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত’

সিলেট ব্যুরো প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০২:৪৪ পিএম

রোহিঙ্গাদের নিজ দেশ মায়ানমারে প্রত্যাবাসনের বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এ দায়িত্ব শুধু বাংলাদেশের একার নয়, বিশ্বের মোড়ল হিসেবে পরিচিত দেশগুলোরও দায়িত্ব আছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগেও রোহিঙ্গারা সত্তর, আশি ও নব্বইয়ের দশকে আমাদের দেশে এসেছে। পরবর্তীতে আলাপ-আলোচনার মধ্য দিয়ে মায়ানমার সরকার তাদের ফিরিয়ে নিয়ে গেছে। তবে এবারের সংখ্যাটা বেশি, প্রায় ১১ লাখ।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা মায়ানমার সরকারকে বলেছি, রোহিঙ্গারা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করলে দেশে ফিরে যাবে ,তোমরা সে ব্যবস্থা করো। তারা বারবার আশ্বাসও দিয়েছে। কিন্তু আমরা বলেছি, তোমরা নিয়ে যাও। তারা বলছে, নেব। আমরা বলেছি, এদের নিয়ে তোমরা নিরাপত্তা দেবে। তারা বলছে, দেবে। কিন্তু পাঁচ বছরেও একটা রোহিঙ্গা ফেরত যায় নাই। তিনি বলেন, মায়ানমার সরকারের আন্তরিকতার অভাব রয়েছে। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বিশ্ব মোড়লদেরও দায়িত্ব আছে জানিয়ে মোমেন বলেন, আমরা বিশ্ব মোড়লদের বলেছি, আপনারা একটা কাজ করেন, রাখাইনে যেখানে রোহিঙ্গারা ছিল, সেখানে আপনারা নিরাপদ জোন তৈরি করুন। আপানারা চাইলে পারবেন। তবে আমি সবসময় আশাবাদী যে, তারা তাদের দেশে ফেরত যাবে।

মন্ত্রী সমালোচকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, রোহিঙ্গাদের জন্য প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হচ্ছে। বন্ধুরাষ্ট্রগুলোও সাহায্য করছে, তবে সবচেয়ে বেশি করছে বাংলাদেশ। তারপরও কিছু লোক সমালোচনা করে।

এ সময় সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএস