নীলফামারী পুলিশ সুপার

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাইকে একসাথে কাজ করার আহবান

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ০৫:২১ পিএম

‘দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২জানুয়ারি) বিকালে ডোমার থানার আয়োজনে ডোমার থানা প্রাঙ্গনে আলোচনা সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী অফিসার পুবন আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আবদুল্লাহ, পৌর মেয়র আলহাজ্জ মনছুরুল ইসলাম দানু, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমদ, জেলা আ’লীগের সহসভাপতি ও বিট পুলিশিং এর সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরন নবী, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মাদক, জুয়া সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ সবসময় জনগনের সাথে ছিলো আগামীতেও থাকবে। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান তিনি । এর আগে থানা চত্তরে নতুন নির্মিত ফ্ল্যাগষ্ট্যান্ড ও লাশের জন্য একটি হিম ঘরের শুভ উদ্ভোধন করেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সংস্কৃতিকর্মী, মুক্তিযোদ্ধা সন্তান, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যক্তিগণ।

আরএস