রাঙ্গামাটির কুরকুটিছড়িতে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: মে ২৯, ২০২৩, ০৬:২৪ পিএম

রাঙ্গামাটির দূর্গম বরকল উপজেলার কুরকুটিছড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে মোঃ আবদুল মালেক (৫৫) নামে একজনের মৃত্যু। সোমবার (২৯ মে) ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় হাতির আক্রমণের শিকার হয়। হাতি চলে যাওয়ার পর স্থানীয়রা আব্দুল মালেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে। সে কুরকুটিছড়ির মৃত্যু এরামত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, আব্দুল মালেককের বাড়ীটি বনের খুব কাছাকাছি হওয়ার সে সকালে ফজরের নামাজ পড়তে অজু করে মসজিদে যাওয়ার সময় হাতির সম্মুখে পড়ে। এ সময় সে দৌড় দেয়ার সময় হাতি শুর দিয়ে তাকে পেচিয়ে ফেলে। পরে তাকে হাতিটি আব্দুল মালেককে উপর্যপুরি আছরাতে শুরু করে। ভোরের আলো বাড়ার সাথে সাথে হাতিটি জঙ্গলে চলে যায়।

এদিকে বন বিভাগের সাথে যোগাযোগ করা হলে বন বিভাগ জানান, হাতির আক্রমণে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। মৃত্যু ব্যাক্তির পরিবার যথাযথ ভাবে আবেদন করলে সরকারের পক্ষ থেকে ৩ লক্ষ টাকা প্রদান করা হবে। 

আরএস