কালোবাজারে পাচারকালে ট্রাকভর্তি টিসিবির চালসহ চালক আটক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ০১:৩৬ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে কালোবাজারে পাচারকালে ট্রাকভর্তি টিসিবির চালসহ চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন থেকে সরাসরি টিসিবির এক ট্রাক চাল পাচারকালে এনায়েতপুরের বাদল মোড় থেকে স্থানীয় জনতা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ট্রাকভর্তি চাল জব্দ করে চালককে থানায় নিয়ে আসে। ট্রাক চালক মো. জহির মন্ডল কৈজুরি ইউনিয়নের চরকৈজুরি গ্রামের শাহজাহান মন্ডলের পুত্র।

ট্রাক চালক জহির মন্ডল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, চর কৈজুরি গ্রামের মন্টু ও কুদ্দুস চাল অন্যত্র নেওয়ার জন্য ট্রাকে তুলে দিয়েছে। ট্রাকে সাড়ে তিন মেট্রিকটন চাল আছে বলেও জানান তিনি।

এ বিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি ন্যয্যমূল্যের চাল পাচারকালে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালসহ ট্রাক জব্দ করে চালককে থানায় নিয়ে আসে। এ ব্যপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

এআরএস