দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় চিনিসহ আটক ২

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ০৮:১৭ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চোরাই পথে আসা ভারতীয় ১৫ বস্তা চিনিসহ দু‍‍`জন চোরাকারবারিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত দেড়টায় দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই অনুপম দেবনাথ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ (পশ্চিম বাংলাবাজার) নদীর পাড়ে আব্দুল হামিদ হানিফ (৬৩) এর ভাড়াটিয়া দোকানের গোদাম ঘরে অভিযান চালিয়ে মাঠগাঁও গ্রামের মৃত সুরজত আলীর পুত্র আব্দুল হামিদ প্রকাশ হানিফের দখলে থাকা ১০ বস্তা ভারতীয় চিনিসহ তাকে আটক করে।

পরে রাত ২ টায় একই বাজারের ভাই ভাই স্টোরের ভিতর হইতে চানপুর গ্রামের ইয়াফজ মিয়ার পুত্র আব্দুল মজিদকে (৩০) পাঁচ বস্তা ভারতীয় চিনিসহ আটক করে পুলিশ। আটকিত চিনির মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, চোরাই পথে আসা ভারতীয় মালামালসহ আটক দু’জন আসামীর বিরুদ্ধে  দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজ করে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এআরএস