শ্রেণিকক্ষে স্ট্রোক করে মারা গেলেন শিক্ষিকা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৪, ০৭:০৩ পিএম
রিনা আক্তার। ছবি: ফাইল

টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে স্ট্রোক করে মারা গেছেন মোছা. রিনা আক্তার (৩৮) নামে একজন সহকারী শিক্ষিকা। উপজেলার অর্জুনা ইউনিয়নের উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানকালে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি একই ইউনিয়নের শুশুরা গ্রামের মো. মিজানুর রহমানের স্ত্রী। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান বলেন, রিনা আক্তার শ্রেণিকক্ষে পাঠদান করছিলেন। এসময় হঠাৎ চেয়ার থেকে পড়ে অসুস্থ হন। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

[271843]

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, ক্লাস চলাকালীন তিনি মৃত্যুরকোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক ও এলাকাবাসী  শোক প্রকাশ করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

এআরএস