নেত্রকোণায় ৫৮ বোতল মদসহ কারবারি আটক

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১০:০৯ এএম
ছবি: আমার সংবাদ

নেত্রকোণায় ৫৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।

আটক মাদক কারবারি দুর্গাপুর উপজেলার চরপাড়া গ্রামের মৃত হাসান আলীর পুত্র মো. দুলাল মিয়া (২৬)।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে দুর্গাপুর থানা পুলিশের একটি টিম মাদক চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে নামে।

ইউনিয়নের চরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে দুলাল মিয়াকে ৫৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ আটক করে। আটক মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে।

আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইএইচ