মেহেন্দিগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জ (ঝালকাঠি) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৯:০৮ পিএম

বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকেলে স্থানীয় খেজুরতলী বাজারে এ আয়েজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফকরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেন্দিগঞ্জ থানার ওসি তদন্ত মো. মতিউর রহমান।

অনুষ্ঠানে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অন্যান্য উপস্থিতির মধ্যে ছিলেন মেহেন্দিগঞ্জ সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন, মেহেন্দিগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র জিয়াউদ্দিন সুজন, ৪নং দুর্গাপুর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল আহসান কাজল, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা দল আহবায়ক জীবননেসা, সমাজসেবক শাহিন হাওলাদার, প্রধান শিক্ষক আলতাফ হোসেন ও সরোয়ার আলম, ব্যবসায়ী মনির হোসেন রিপন, মৎসজীবি দল নেতা আবুল কাশেম এবং এলাকাবাসীর প্রতিনিধিরা।

প্রধান অতিথি অভিভাবকদের সন্তানদের প্রতি বিশেষ নজরদারি রাখার আহ্বান জানান। 

তিনি বলেন, “সময়মতো সন্তানকে মাদকের হাত থেকে রক্ষা করতে না পারলে ভবিষ্যতে বিপদ খুবই কাছাকাছি। ধর্মীয় অনুশাসনের সঙ্গে সন্তানদের সম্পৃক্ত করলে মাদকসেবি বা ইভটিজিং-এর মতো সমস্যা কমানো সম্ভব।”

এ সময় মেহেন্দিগঞ্জ থানার এসআই আজাদ, এসআই মনির, এএসআই মোশারফ, এএসআই স্বপন, এএসআই আব্দুর রহিমসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই রুবেল। 

সার্বিক আয়োজনে ছিলেন কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা নুরে আলম বাবু।

ইএইচ