ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী জয়নুল আবেদীন পার্কে বুধবার দুপুরে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
এ সময় পার্কের ভেতরে গড়ে ওঠা `অবৈধ` দোকান ও ভ্রাম্যমাণ স্থাপনা সরিয়ে ফেলা হয়।
প্রশাসনের দাবি, পার্কের সৌন্দর্য রক্ষা এবং জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে চালু থাকা কিছু স্টল ও ময়মনসিংহ সাহিত্য সংসদের সাংস্কৃতিক মঞ্চ ভেঙে দেওয়ায় ঐতিহ্য ও সংস্কৃতির ক্ষতি হয়েছে।
বিশেষ করে `বিজয়ী পিঠা বাড়ি` এবং `ময়মনসিংহ সাহিত্য সংসদ`-এর মঞ্চ ভাঙা নিয়ে জনমনে বিতর্ক সৃষ্টি হয়েছে। সাহিত্য সংসদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনো পূর্ব নোটিশ ছাড়াই মঞ্চটি ভেঙে ফেলা হয়েছে, যা তারা `সাংস্কৃতিক নিধন` হিসেবে দেখছেন। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে স্থানীয় সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের মানুষ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্কে সবুজায়ন, শিশু পার্ক, ওয়াকওয়ে নির্মাণসহ আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে। তবে অনেকেই মনে করছেন, এ ধরনের উন্নয়ন কার্যক্রমে স্থানীয় সংস্কৃতি ও মানুষের আবেগ-স্মৃতিকে সম্মান জানানো উচিত।
নগরবাসীর প্রত্যাশা, জয়নুল আবেদীন পার্ক হোক পরিচ্ছন্ন, সবুজ, এবং সবার জন্য উন্মুক্ত এক সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী স্থান।
ইএইচ