এক লাখ বৃক্ষরোপণসহ উন্নয়নমূলক কার্যক্রমে ইউএনওর সম্মতি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৪:৩২ পিএম

নওগাঁর পত্নীতলা উপজেলা সমিতি ‘পউস’-এর উদ্যোগে উপজেলার বিভিন্ন সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন "পউস" এর প্রতিষ্ঠাতা মু. হাবীব সাত্তি এবং এতে অংশ নেন উপজেলার অন্তত ১০টি সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলনের কার্যালয়ে।

সভায় আসন্ন বর্ষা মৌসুমে পত্নীতলা উপজেলাজুড়ে এক লাখ বৃক্ষরোপণ ও চারা বিতরণ, নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় গ্রন্থাগারের সঙ্গে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপন, এবং একটি পুকুর বা সুইমিং পুল নির্মাণ করে শিশুদের সাঁতার শেখার ব্যবস্থা গ্রহণের প্রস্তাব তুলে ধরেন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন এসব প্রস্তাবে নীতিগত সম্মতি দেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নে প্রাথমিকভাবে ফান্ড বরাদ্দের আশ্বাস দেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কারের দাবি জানানো হয় সভায়। ইউএনও আশ্বাস দেন, জনস্বার্থসংশ্লিষ্ট এসব উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

ইএইচ