লক্ষ্মীপুরে আন্তঃপ্রাথমিক বিতর্ক প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়

লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৫:৫৮ পিএম

“বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক”—এ প্রস্তাবনার পক্ষে যুক্তি তুলে ধরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলা পর্যায়ে আয়োজিত আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় এই বিদ্যালয় চূড়ান্ত পর্বে বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিরুদ্ধ দল হিসেবে অংশ নিয়ে রানার্সআপ হয় রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। বিচারকমণ্ডলির রায়ে বিজয়ীদের নাম ঘোষণা করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

প্রতিযোগিতায় প্রধান বক্তা হিসেবে নির্বাচিত হন বিজয়ী দলের বিতার্কিক জান্নাতুল মাওয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের টিমওয়ার্ক, যুক্তিচর্চা, সহনশীলতা, সাহস ও দক্ষতা বাড়ে। তারা তথ্য সংগ্রহের মাধ্যমে পাঠাভ্যাস গড়ে তোলে। এসব দক্ষতা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এর আগে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

ইএইচ