দিরাইয়ে ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৫:৩১ পিএম

সুনামগঞ্জের দিরাইয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নিশিকান্ত চৌধুরী চানুকে (৫৫) গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে দিরাই উপজেলার শ্যামারচর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চানু উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের মৃত শ্যামাকান্ত চৌধুরীর ছেলে। তিনি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের আগপর্যন্ত নিশিকান্ত চৌধুরী নিজ দলের পরিচয় ব্যবহার করে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের আশ্রয়ে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও লুটপাটে সক্রিয় ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, “অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”

ইএইচৃ