বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে স্যানিটেশন খাত সুনির্দিষ্টকরণ এবং মোট বাজেটের কমপক্ষে ১০% স্যানিটেশন খাতে বরাদ্দের দাবি জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নগরীর আমিরকুটি এলাকার আভাস ট্রেনিং সেন্টারে নারী ফোরামের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’-এর আয়োজনে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, নারীনেত্রী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।
এতে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আহমেদ, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসক আলী, উন্নয়ন সংস্থা ‘চন্দ্রদ্বীপ সোসাইটি’-এর নির্বাহী পরিচালক জাঙ্গনারা বেগম স্বপ্না, প্রভাষক নাসরিন আক্তার, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং নারী ফোরামের সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বরিশাল সিটি কর্পোরেশন প্রথম শ্রেণির মর্যাদা অক্ষুণ্ন রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে, তবে স্যানিটেশন খাতসহ অবকাঠামো উন্নয়নে আরও বরাদ্দ প্রয়োজন।
বিশেষ করে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের কারণে প্রতি বছর বরিশাল শহর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। ফলে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা নাজুক হয়ে পড়ে। দ্রুত এসব অবকাঠামোর সংস্কার ও নতুন করে নির্মাণ প্রয়োজন।
এছাড়া মুক্তিযোদ্ধা পার্ক ও বাজারসংলগ্ন এলাকায় অবস্থিত পাবলিক টয়লেটগুলো সংস্কার করে ব্যবহারযোগ্য করে তোলার দাবিও সভায় তুলে ধরা হয়।
সভায় ‘উত্থান ওয়াশ বাজেট বৃদ্ধি’র আবেদন সিটি কর্পোরেশনে জমা দেওয়ার প্রস্তুতির কথাও জানানো হয়, যা এসডিজি-৬ (সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন) অর্জনে সহায়ক হবে।
ইএইচ