পেকুয়ায় ডাম্পট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০২:৫৭ পিএম

কক্সবাজারের পেকুয়ায় ডাম্পট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন সৌদি প্রবাসী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক ব্যক্তি।

বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে পেকুয়া আঞ্চলিক (এবিসি) মহাসড়কের হরিণা ফাঁড়ি রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আরিফুল ইসলাম (৩৫)। তিনি চকরিয়ার কোনাখালী ইউনিয়নের সিকদার পাড়ার বাসিন্দা ও মৃত ফজল করিমের ছেলে। দুই সন্তানের জনক আরিফ ছিলেন দীর্ঘদিনের সৌদি প্রবাসী। আহত মোহাম্মদ হোসাইন (৩৪) একই এলাকার রাজা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পেকুয়া চৌমুহনী থেকে মোটরসাইকেলে করে আরিফ ও হোসাইন বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হরিণা ফাঁড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ডাম্পট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান আরিফুল ইসলাম।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত হোসাইনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ডাম্পট্রাকটি জব্দ করা হয়েছে।’

বিআরইউ