চকরিয়ায় ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৭:৩৯ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ছুরিকাঘাতে মনির আহমদ (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাত ১২টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঘনশ্যাম বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনির আহমদ ওই এলাকার আবু সিদ্দিকের ছেলে এবং চকরিয়া পৌর শহরের একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে বাড়ির উঠোনে দুর্বৃত্তরা তাকে মারধর করে এবং বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত চলছে। শুক্রবার বেলা তিনটা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বলেও জানান তিনি।

ইএইচ