ভোলার তজুমদ্দিন উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীন জলকপাট নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে হামলার শিকার হয়েছেন একটি জাতীয় দৈনিকের সাংবাদিক। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের একটি নির্মাণাধীন জলকপাট প্রকল্পে কাজের মান নিয়ে অভিযোগ ওঠে। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রকল্প এলাকা পরিদর্শনে গেলে সাংবাদিকের ওপর চড়াও হন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারী। তাঁরা সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের হস্তক্ষেপে তিনি রক্ষা পান।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৭৪ কোটি টাকার প্রকল্পটির কাজ চলছে ধীরগতিতে এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। সিমেন্ট, বালু ও পাথরের অনুপাত সঠিকভাবে মানা হচ্ছে না। অভিযোগ রয়েছে, ডিজাইন অনুসারে কাজ না করেই বিল উত্তোলনের চেষ্টা করছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
সাংবাদিক হামলার শিকার হওয়ার ঘটনায় তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দেন। এরপর রাতেই পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করে। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাব্বত খান বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বিআরইউ