আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

আখাউড়া প্রতিনিধি প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৬:২৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মজিবুর রহমান (৪৮) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। 

তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত ছিলেন এবং কোরবানির ঈদ উদযাপন করতে সম্প্রতি দেশে ফিরেছিলেন।

নিহত মজিবুর রহমান ওই গ্রামের মৃত আজগর মাস্টারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির আঙিনায় কাঁঠাল গাছে উঠে ফল পারার সময় গাছের পাশে থাকা ৩৩ হাজার ভোল্টেজের এসটি কেবলের মেইন লাইনে স্পর্শ করেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে দগ্ধ হন।

পরিবার ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া উত্তর ইউনিয়নের ইউপি সদস্য ফিরোজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের ছোট ভাই পল্লী চিকিৎসক আতাউর রহমান বলেন, “বড় ভাই সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছিলেন ঈদ উদযাপনের জন্য। আজ সকালে কাঁঠাল পাড়তে গিয়েই এই দুর্ঘটনার শিকার হন। তিনি দুই সন্তান রেখে গেছেন।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচ