আওয়ামী লীগ নেত্রী তুশি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৩:২২ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় ঢাকা দক্ষিণ মহিলা লীগের সাবেক সহসভাপতি রজনী আক্তার তুশিকে (৩৮) পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার রাতেই মুসলিম নগর এলাকার পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, তিন মাস ধরে তুশি আত্মগোপনে ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ছাত্র জনতা ও বিএনপির লোকজন তাকে আটক করে অবরোধ সৃষ্টি করেন। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তুশিকে গ্রেফতার করে।

ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম জানান, তুশির বিরুদ্ধে ডেমরা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলা রয়েছে।

বিআরইউ