ময়মনসিংহে জনবান্ধব ভূমিসেবা মেলা শুরু

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৬:৩০ পিএম

"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি"—এই প্রতিপাদ্যে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হয়েছে ভূমি মেলা ২০২৫। ময়মনসিংহে তিনদিনব্যাপী এ ভূমি মেলার শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

রোববার সকালে ময়মনসিংহ শহরের নির্ধারিত মেলা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, জেলা প্রশাসক মুফিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম অদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, শেখ আমজাদ আলীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

একই দিন ফুলপুর উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ভূমি মেলায় সাধারণ জনগণ সরাসরি ই-নামজারির আবেদন, খতিয়ান সরবরাহ, মৌজার মানচিত্র ও অনলাইনে সার্টিফায়েড কপি প্রাপ্তিসহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করতে পারছেন। কোনো প্রকার হয়রানি ছাড়াই দ্রুততম সময়ে এই সেবা পাচ্ছেন সেবাগ্রহীতারা।

ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলার স্টলসমূহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং জনগণকে সচেতন করতেই এই মেলার আয়োজন করা হয়েছে।

ইএইচ