নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে দাইরাদী গ্রামে অভিযান চালিয়ে সেলিনা (২৮) ও নুপুর আক্তার (৩০) নামের দুই নারীকে ৬৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী মাদক ব্যবসায়ী ডালিমের বাড়িতে অভিযান চালায়। এ সময় ডালিম বাড়িতে না থাকলেও তার স্ত্রী নুপুর আক্তার ও তার সহযোগী সেলিনা—যিনি দাইরাদী এলাকার আউয়ালের বাড়ির ভাড়াটিয়া ও ফারুকের স্ত্রী—তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধারসহ আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি খন্দকার নাসির উদ্দিন।
ইএইচ