কুড়িগ্রামে সাবেক প্রতিমন্ত্রীর রাজনৈতিক পিএস গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৫:১৭ পিএম

কুড়িগ্রামে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের রাজনৈতিক ব্যক্তিগত সহকারী (পিএস) এবং চাচাতো ভাই রাশেদুল ইসলাম রাশেদ (৪৫) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ বজলার রহমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই এলাকায় অভিযান চালিয়ে রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

ওসি বজলার রহমান বলেন, “সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের রাজনৈতিক পিএস রাশেদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

গ্রেপ্তার সংক্রান্ত বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইএইচ