জামালপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৫:২৯ পিএম

জামালপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে বছির উদ্দিন (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ ভুক্তভোগী (ভিকটিম) মামলার বাদীকে প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু মো. আসিমুল এহসান এ রায় ঘোষণা করেন। 

আসামি বছির উদ্দিন বকশিগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার আবুল হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

বাদী পক্ষের মামলা পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোবারক হোসেন। রায় ঘোষণার পর আসামিকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।

পিপি ফজলুল হক জানান, মামলার বাদী মোছা: রেখা খাতুনের সঙ্গে আসামি বছির উদ্দিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে বছির উদ্দিন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখানের পর ২০১৫ সালের ১০ জুন জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ২০১৫ সালের ২৫ জুন ভুক্তভোগী রেখা খাতুন বকশিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে এবং মামলায় ৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। জেরা শেষে বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার রায় প্রদান করেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

ইএইচ