নাটোরে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মো. মনজুর ই মওলা সাব্বির, নাটোর প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৫:৪৮ পিএম

নাটোর শহরের আলাইপুর এলাকায় একটি ফার্নিচার কারখানার শিশু শ্রমিক ইয়াসিন (১২)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আলাইপুর মারকাজ মসজিদের পেছনে একটি বাসার বারান্দা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ইয়াসিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মনজু মিয়ার ছেলে। সে নাটোর শহরের সুপার ফার্নিচার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত।

সুপার ফার্নিচারের অপর শ্রমিক মোহাম্মদ অন্তর জানান, গত কয়েকদিন ধরে বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল ইয়াসিন। কিন্তু বাড়িতে ফোন দিলেও কেউ ধরছিল না। বৃহস্পতিবার সকালে অন্য শ্রমিকরা কাজে এলেও ইয়াসিন আসেনি। পরে তার খোঁজে বাড়িতে গিয়ে বারান্দায় ডাপের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেহ দেখতে পান তারা। বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

ইএইচ