শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার গাছের চারা বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৬:০২ পিএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ৯৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের ২ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে ৪টি করে মোট ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রাথমিকভাবে ১০ জন শিক্ষার্থীর হাতে নিম, বেল, জাম ও কাঁঠাল গাছের চারা তুলে দিয়ে বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বাকি চারাগুলো বিতরণের ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়াও কৃষক ও প্রতিষ্ঠান পর্যায়ে ৪০০ তালগাছ, ১ হাজার ৮০০ লেবু ও নারিকেল গাছের চারা, বিভিন্ন বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

ইউএনও জাফর সাদিক চৌধুরী বলেন, জেলা প্রশাসন কর্তৃক গৃহীত ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার শিক্ষার্থী, কৃষক ও প্রতিষ্ঠান পর্যায়ে এই চারা বিতরণ করা হয়েছে। জেলাকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে সকল অংশীজনের পাশাপাশি শিক্ষার্থীদের অবদান ইতিহাস হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. রুপালি খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালামসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।

ইএইচ