নরসিংদীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালিত

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৬:১৩ পিএম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া রজনীগন্ধা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখা।

ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম.এস.এস হাসান আল-জামীর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, আবু সালেহ চৌধুরী, একে.এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, খবিরুল ইসলাম বাবুল, হারুন-অর-রশিদ, রবিউল ইসলাম রবি, আকবর হোসেন, দপ্তর সম্পাদক মো. মনিরুল হক জাবেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ ইলিয়াস আলী ভূঁইয়া, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম আজাদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি এবং জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. নরুল্লাহ আল-মাসুদ।

ইএইচ