সৈকতে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ দুইজনকে উদ্ধারে অভিযান

মো. আবদুল হালিম, কক্সবাজার প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০২:৪৪ পিএম

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুই সহপাঠী। নিহত ও নিখোঁজরা সবাই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বিভাগের ৫ শিক্ষার্থী হিমছড়ি পয়েন্টে গোসল করতে নামেন। কিছুক্ষণের মধ্যেই তিনজন ঢেউয়ের তোড়ে সাগরের গভীরে তলিয়ে যান। স্থানীয়দের সহায়তায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও অপর দুজন এখনও নিখোঁজ।

নিহত শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব (২১)। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা। 

নিখোঁজরা হলেন—বগুড়ার অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) আপেল মাহমুদ জানান, পাঁচ বন্ধু কক্সবাজারে ঘুরতে এসেছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা হিমছড়ি সৈকতে যান। এ সময় দুইজন বাঁধের ওপর অবস্থান করলেও অপর তিনজন সাগরে নামেন। হঠাৎই সাগরের প্রবল ঢেউয়ের তোড়ে তারা গভীরে তলিয়ে যান।

তিনি আরও জানান, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সাগর ছিল উত্তাল। উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড সদস্যরা কাজ করছেন।

কর্মকর্তারা জানান, হিমছড়িসহ কক্সবাজার সৈকতে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি না থাকায় প্রতিবছরই এমন প্রাণহানির ঘটনা ঘটছে।

ইএইচ