বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বরিশাল ব্যুরো প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৪:২৫ পিএম

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। 

বিএনপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এনসিপি এবং জামায়াত সারা দেশে সাম্প্রতিক সময়ের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তারা পরিকল্পিতভাবে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও কুটুক্তি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বক্তারা আরও বলেন, "আমরা জিয়ার আদর্শের সৈনিক হিসেবে এটি কোনোভাবেই মেনে নিতে পারি না। এই ষড়যন্ত্রের প্রতিবাদেই আমরা বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি।"

বক্তারা সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

ইএইচ