গোপালগঞ্জে হামলার প্রতিবাদে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৮:৫০ পিএম

গোপালগঞ্জে এনসিপি ও ‘জুলাই যোদ্ধাদের’ ওপর হামলার প্রতিবাদে দিনাজপুর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহর শাখা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান। শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীনের সভাপতিত্বে এবং শহর জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমসহ অন্যান্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, গোপালগঞ্জে ‘জুলাই গণআন্দোলনের নেতৃত্ব দেওয়া’ এনসিপি নেতৃবৃন্দের ওপর হামলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে। তারা এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিআরইউ