‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি’, নরসিংদীতে যুবদলের বিক্ষোভ

নরসিংদী প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৯:০৬ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের ‘নির্লিপ্ততায়’ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘চরম অবনতির’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টায় জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের নেতৃত্বে মিছিলটি নরসিংদী জেলখানা মোড় থেকে শুরু হয়ে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, খুন-গুম বেড়ে গেলেও সরকার নির্বিকার। বরং অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে শাসকগোষ্ঠী।

তারা দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি মো. ইলিয়াস আলী ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ ও সহস্রাধিক নেতাকর্মী।

বিআরইউ