গ্রামীণ সাংস্কৃতিক গবেষণা কেন্দ্রের উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৬:৫০ পিএম

গ্রামীণ অঞ্চলের পিছিয়ে পড়া, তবে দক্ষ শিল্পীদের শিল্পকর্ম ও কণ্ঠ সংরক্ষণ ও সম্প্রসারণে নিবেদিত ‘গ্রামীণ সাংস্কৃতিক গবেষণা কেন্দ্র’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গার মশাজন এলাকায় মনির ফকিরের বাড়িতে এ কেন্দ্রের উদ্বোধন করা হয়।

লুবনা মরিয়াম প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন ‘সাধনা’র কো-অর্ডিনেটর ও ‘শাওনের ঢালা’-এর ইনচার্জ লাবণ্য সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্য প্রশিক্ষক ও গবেষক দিপা খন্দকার, সাজু আহমেদ, নিলুফা ওহিদ পাপড়ি এবং নৃত্যশিল্পী ও ভঙ্গি সংগ্রাহক ফেরদৌস আহমেদ।

অনুষ্ঠানে লাবণ্য সুলতানা বলেন, “আমরা গ্রামবাংলার হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পভাষা পুনরুদ্ধার ও সংরক্ষণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই কেন্দ্র হবে গবেষণা, প্রশিক্ষণ ও নথিভুক্তির একটি গুরুত্বপূর্ণ ঠিকানা।”

অনুষ্ঠান শেষে একটি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

ইএইচ