হবিগঞ্জে ফিল্মি স্টাইলে অপহরণ ও নির্যাতন: ৫ আসামিকে কারাগারে পাঠাল আদালত

হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০২:২৫ পিএম

হবিগঞ্জে ফিল্মি স্টাইলে অপহরণ ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ নারী আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গত ৭ জুলাই অপহরণ ও নির্যাতনের এ ঘটনা ঘটে। পরে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। 

ঘটনার পর অপহৃত নাছিমার ভাই ছালেক মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মোট ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ প্রথমে ৩ জন আসামিকে গ্রেপ্তার করে। এরপর বৃহস্পতিবার আরও পাঁচ নারী আসামি হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে এর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী জি এম শাহীন জানান, আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন: রিনা আক্তার, মিনা আক্তার, পান্না আক্তার, লুবনা আক্তার ও সাহেদা আক্তার।

ইএইচ